Sunday, November 16, 2014

ডাকে পাখি

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ,
বহে ভোরেরও বাতাস।।

ফুলে ফুলে ঐ দোলে প্রজাপতি দোলে,
নেচে নেচে ঐ চলে বেলা বেড়ে চলে
আলো ফোটে তবু কেন ঘুমের বিলাশ
ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ,
বহে ভোরেরও বাতাস

রোমে রোমে ওই ,লাগে প্রভাতিয়া লাগে
রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে
চারিদিকে থাকে যেন প্রানের প্রকাশ
বহে ভোরেরও বাতাস

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ,
বহে ভোরেরও বাতাস।।
বহে ভোরেরও বাতাস

2 comments:

  1. দয়া করে অন্তরা দুটোর তৃতীয় লাইনের ভুল শব্দ গুলি ঠিক করে দিবেন। মূল গানটা শুনলেই ভুল টা পরিস্কার করে নিতে পারবেন।

    ReplyDelete