Sunday, November 16, 2014

রাতকে বলি রাতে আসে কে,

রাতকে বলি চোখ বুজে তুই থাক,
যে আসে যায় চমকে সে না যাক
রাতকে বলি রাতে আসে কে,
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ
নেই, একা নিজেই ও …

আয় রাত আয় রাতের মত রাত,
জোছনা ছড়ায় জোছনার মত হাত
সাত-পাঁচ ভেবে কে কবে আসে
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ
নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ

1 comment: