Monday, November 24, 2014

দূরে কোথাও আছি বসে

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা,
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

নীল আচল নিরমল হাওয়া
এ লগনেও এলেনা,
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা।

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে,
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে।

তুমি এলে রংধনু রঙ ডেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

ওরে নীল দরিয়া



ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
ওরে সাম্পানের নাইয়া।
হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।
এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূয়া
আমার রইছে পন্থ চাইয়া।

Sunday, November 16, 2014

Jibone ki ache r tumi chara

Jibone ki ache r tumi chara ...
Jaw jodi dure hoie jai dishe hara ...
Jabona kota dilam tumai chure ...
Shara din sharat kon pashe robo chaia hoie ...
Ooh Mane nah mon babe okaron Dure gele bare jala ...
Laghe je boi jodi kichu hoi teme jai potho chola ...
Mane nah mon babe okaron Dure gele bare jala ...
Laghe je boi jodi kichu hoi teme jai potho chola ...

Roj hoi deka tobu laghe eka mon chai aro kache jai ...
Babonar nodi chote niroboti tumi acho ridoiye tai ...
Roj hoi deka tobu laghe eka mon chai aro kache jai ...
Babonar nodi chote niroboti tumi acho ridoiye tai ...
Jibone ki ache r tumi chara ...
Jaw jodi dure hoie jai dishe hara ...
Ooh Mane nah mon babe okaron Dure gele bare jala ...
Laghe je boi jodi kichu hoi teme jai potho chola ...
Mane nah mon babe okaron Dure gele bare jala ...
Laghe je boi jodi kichu hoi teme jai potho chola ...

Gum nei choke taki rat jeghe adare tumai dekte pai ...
Khub kacha kachi tumi ami achi tarpor tarpor ki je hoi ...
Gum nei choke taki rat jeghe adare tumai dekte pai ...
Khub kacha kachi tumi ami achi tarpor tarpor ki je hoi ...
Jibone ki ache r tumi chara ...
Jaw jodi dure hoie jai dishe hara ...
Ooh Mane nah mon babe okaron Dure gele bare jala ...
Laghe je boi jodi kichu hoi teme jai potho chola ...
Mane nah mon babe okaron Dure gele bare jala ...
Laghe je boi jodi kichu hoi teme jai potho chola ...

শহর ছেড়ে অনেক দুরে

শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ সুমন হাফিজ

শহর ছেড়ে অনেক দুরে
অজানা এক গাঁয়ের পথে
মা নামের এক ছোট্ট কথা
হারিয়ে গেছে কুটির ঘরে
আজো কেন খুঁজি তাঁরে
সেই কুটিরের অন্ধকারে ।
পথ চেয়ে হায় থাকতো সে যে
সেই সে ভিক্ষারিনীর বেশে
দেইনি দেখা কইনি কথা
ডাকি নি মা ভালবেসে
কিসের মায়ায় কোন ছলনায়
দিলাম পাড়ি কোন বিদেশে ।
আজ সে মায়ার জাল কেটেছে
নি:শ্ব আমি সব হারিয়ে
তাইতো এলাম তাঁরি খোঁজে
তাঁর সে ভাঙা কুটির দ্বারে
আজ কেন কেউ জেগে নেই
তাঁরি মতন পথটি চেয়ে ।

বলেছিলে তুমি তীর্থে আসিবে

বলেছিলে তুমি তীর্থে আসিবে আমার তনুর তীরে।
তুমি আসিলে না, (হায়!) আশার সূর্য ডুবিল সাগর-নীরে।।

চলে যাই যদি, চিরদিন মনে
তোমার সে-কথা রহিবে স্মরণে
শুধু সেই কথা শোনার লাগিয়া হয়তো আসিব ফিরে।।

শুধু সেই আশে হয়তো এ তনু মরণে হবে না লীন
পথ চেয়ে চেয়ে, তব নাম গেয়ে বাজাব বিরহ-বীণ।

হের গো, আমার যাবার সময় হলো
তোমার সে-কথা মিথ্যা হবে না বলো,
কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে কন্ঠ ঘিরে।।

ডাকে পাখি

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ,
বহে ভোরেরও বাতাস।।

ফুলে ফুলে ঐ দোলে প্রজাপতি দোলে,
নেচে নেচে ঐ চলে বেলা বেড়ে চলে
আলো ফোটে তবু কেন ঘুমের বিলাশ
ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ,
বহে ভোরেরও বাতাস

রোমে রোমে ওই ,লাগে প্রভাতিয়া লাগে
রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে
চারিদিকে থাকে যেন প্রানের প্রকাশ
বহে ভোরেরও বাতাস

ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালি আকাশ,
বহে ভোরেরও বাতাস।।
বহে ভোরেরও বাতাস

রাতকে বলি রাতে আসে কে,

রাতকে বলি চোখ বুজে তুই থাক,
যে আসে যায় চমকে সে না যাক
রাতকে বলি রাতে আসে কে,
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ
নেই, একা নিজেই ও …

আয় রাত আয় রাতের মত রাত,
জোছনা ছড়ায় জোছনার মত হাত
সাত-পাঁচ ভেবে কে কবে আসে
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে,
আধফোটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ
নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি,
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালেই নেই কেউ